সেবা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, মানব কল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে।এই প্রতিষ্ঠানটি মুলত তরুণদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এবং তরুণ প্রজন্মের পরামর্শে এবং চহিদায় প্রেক্ষিতে কাজ করে ।প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য হচ্ছে, রক্তদান কর্মসূচিতে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি , থ্যালাসেমিয়া রোগীদের সহায়তা ও চিকিৎসা , দুস্ত শিক্ষার্থী, কর্মজীবি এবং প্রবাসীদের চিকিৎসায় সহায়তা করা। দুর্যোগে আক্রান্ত মানুষের জন্য চিকিৎসা এবং সেবা প্রদান করা এবং সুবিধাবঞ্চিত মানুষদের জন্য মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা ও ঔষধ প্রদান করা। তরুণ প্রজন্মের একতাবদ্ধ শক্তিকে কাজে লাগিয়ে একটি আদর্শ সমাজ বিনির্মানে কার্যকরী ভুমিকা রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।সর্বশেষে, মানবতার সেবায় কাজ করা তরুণদের একতাবদ্ধ করা এবং স্বনির্ভর হতে উদ্ভুদ্ধ করা সেবা ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য।