Demo Post

 

Post content

সেবা ফাউন্ডেশন ক্যাম্পেইন

থ্যালাসেমিয়া একটি জন্মগত/ জীনগত রোগ। থ্যালাসেমিয়া মেজর এ যারা আক্রান্ত হয় তাদের প্রতি মাসে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হয়, আবার বিভিন্ন ধরনের চিকিৎসা নিতে হয়। এটি যেহেতু একটি জীনগত রোগ, সেক্ষেত্রে ১জন সন্তান থ্যালাসেমিয়ায় আক্রান্ত হলে পরবর্তী সন্তানেরও থ্যালাসেমিয়া হতে পারে। সেক্ষেত্রে স্বামী তার স্ত্রীকে ছেড়ে যায়। তখন মায়ের পক্ষে সন্তানকে বাচিয়ে রাখা অনেক কঠিন হয়ে পরে।

অ্যাকাউন্টের নাম : Seba Foundation
অ্যাকাউন্ট নম্বর : 205000000000
ব্যাংক : Islami Bank Bangladesh PLC.
শাখা : Badda, Dhaka
সুইফট কোড : AAAAAAAA
রাউটিং নাম্বার : 125260341

বিকাশ/নগদের মাধ্যমে ডোনেট করতে নিচের বাটনে ক্লিক করুন।